হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে, ১০০ পিস ইয়াবা সহ আটক-০১

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম হাফিজুল গাজী(৪০)। সে আশাশুনি উপজেলার লতিফ গাজীর ছেলে।

ডিবি পুলিশ এক প্রেস বিঞ্জপ্তিতে জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)এঁর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই দেব কুমার দাস,এএসআই বিএম তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা টু চুকনগর গামী পাকা রাস্তার বিনেরপোতা ব্রিজের উপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ঐ যুবক কে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ প্রতিবেদকে জানান আটকৃত আসামির নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে। যাহার মামলা নম্বর – ৩৩, তারিখ- ২৪/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক)। ডিবির ওসি জানান, আসামীর পিসিপিআর পর্যলোচনা করে দেখা যায়, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন