হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে মাদক ব্যবসায়ী সাগরিকার বিরুদ্ধে চোরাই সিন্ডিকেট এর পণ্য ক্রয় করার অভিযোগ

বেনাপোলে মাদক ব্যবসায়ী সাগরিকার বিরুদ্ধে চোরাই সিন্ডিকেট এর পণ্য ক্রয় করার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 167 ভিউজ

বেনাপোল(যশোর)প্রতিনিধি।
বেনাপোল ভবেরবেড় গ্রামের সাগরিকা নামে ইয়াবা, ফেনসিডিল ব্যবসায়ি এখন চোরাই সিন্ডিকেটের পন্য ক্রয় করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। বিশিষ্ট ইয়াবা ও ফেনডিসিডিল ব্যবসায়ী ভবেরবেড় গ্রামের ইশারত এর স্ত্রী এই সাগরিকা। গতবছর ভারতে ফেনসিডিল আনতে যেয়ে ইশারত দৌলতপুর সীমান্তে বিএসএফ এর ধাওয়া খেয়ে পানিতে ডুবে ইছামতি নদীতে মারা যায়।

এলাকাসুত্রে জানা গেছে সাগরিকা এলাকার চোরাইপন্য ক্রয় এবং ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা করে থাকে। সে সম্প্রতি যশোর মাদক নিয়ন্ত্রন কর্তৃপক্ষের কাছে ফেনসিডিল সহ ধরা পড়ে। এবং মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর ইন্সপেক্টর মনিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দায়ের করে সাগরিকার নামে। বেনাপোল রেল রোডের মিন্টু ডাক্তার এর ডায়াগনষ্টিক এর চুরি যাওয়া কিছু পন্য ওই সাগরিকার বাড়ি থেকে উদ্ধার হয়। এরপর বেনাপোল রেল ষ্টেশনের দোকানদার আব্দুল মালেকের দোকানের কিছু পণ্য মঙ্গলবার ( ১৪ জুন ) তার বাড়ি থেকে উদ্ধার হয় বলে জানা যায়। সাগরিকা তার মাদক ব্যবসার পাশাপাশি সে একটি সন্ত্রাসী চক্র ও লালন করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সাগরিকার কাছে তার এসব অপকর্মের কথা জিজ্ঞাসা করলে সে বলে আমার বাড়ি শরিফ কিছু ভাজা, বিস্কুট , চকলেট রেখে ছিল। তবে শরীফ আমার নিকট থেকে ১ হাজার টাকাও নিয়েছিল। মালের দাম ৭ শত টাকা। সে তিনশত টাকা বেশী নিয়েছে। শরীফ এর এসব পণ্য রেল ষ্টেশনের দোকানদার মালেক দাবি করে। ফেনসিডিল এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় মাদক নিয়ন্ত্রন এর লোক ফোন করে খেতে চেয়েছিল আমি তা এনে দিয়েছিলাম। তারপর তারা আমার নামে মামলা দায়ের করে। ভবেরবেড় এলাকায় আমি যেখানে থাকি সেই এলাকার প্রায় বাড়িতে ফেনসিডিল বিক্রি হয় বলে সাগরিকা দাবি করে।

ওই এলাকার একটি নির্ভরযোগ্য সুত্র দাবি করে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাগরিকা ইয়াবা, ফেনসিডিল বিক্রি করে। এর বাড়িতে মাঝে মধ্যে পুলিশের লোককে দেখা যায়। কি কারনে কেন পুলিশ আসে জিজ্ঞেস তিনি বলেন, আসে সাপ্তাহিক ও মাসিক টাকা নিতে। সাগরিকা মাদক ব্যবসা করে এটা পুরো ভবেরবেড় এলাকার মানুষ জানে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, বেনাপোল রেল ষ্টেশন সংলগ্ন একটি দোকানে চুরি করার অভিযোগে ৩ জনকে এলাকার লোক আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা হাজত খানায় আছে।সন্ধ্যার পর সিদ্ধান্ত হবে তাদের মামলার ব্যাপারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন