হোম রাজনীতি প্রধানমন্ত্রী আমার ঘাড়ে জোয়াল চাপিয়ে দিয়েছেন: ইয়াফেস ওসমান

প্রধানমন্ত্রী আমার ঘাড়ে জোয়াল চাপিয়ে দিয়েছেন: ইয়াফেস ওসমান

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

রাজনীতি ডেস্ক:

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আমার ঘাড়ে জোয়াল চাপিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘এবার নিয়ে আমি চতুর্থবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার কথা শুনে গত ৩ টার্ম আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। তাই চতুর্থবার আমার জন্য খুব একটা কঠিন বিষয় না। মূলত আমাদের যেটা সবচেয়ে বড় গোল, সেটা হলো রূপপুর পাওয়ার প্রজেক্ট। সেটা শেষ করতে পারাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাও প্রায় শেষের কাছাকাছি। সুতরাং আমরা এটাও পারব। এটা সবচেয়ে বড় কালচারালি হবে, কারণ সেনাবাহিনী এবং সিভিলিয়ান্স মিলিতভাবে এটা পরিচালনা করছে।’

ইয়াফেস ওসমান বলেন, ‘আমরা যেভাবে আমাদের দেশের সেনাবাহিনীকে মনে করি, এখানে কিন্তু একটা ভিন্ন ফর্মে আসবে। ভবিষ্যতে হয়তো এটাকে আমরা ফলো করব। এ চিন্তা থেকেই বলি, মূলত এটার জন্যই প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো আমার ঘাড়ে জোয়াল চাপিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১৬শ’ ছেলে মেয়ে নেয়া হয়েছে। এক পয়সাও কেউ ঘুষ ধরে নাই। প্রত্যেকটা ক্লাস ওয়ান চাকরি। বঙ্গবন্ধু কন্যা বলেছেন দেশটা দুর্নীতিমুক্ত হবে, আমরা সেই পথেরই পথিক। বঙ্গবন্ধু কন্যার গুণগান করে শেষ করা যাবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘বিজ্ঞান মন্ত্রণালয়ে এ কাজ বঙ্গবন্ধুই শুরু করতে চেয়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধু ও তার কন্যার যে চাওয়া সেটা আমরা পূরণ করছি। সবাই চায়, দেশবাসীও চায় এ প্রকল্পটা হোক। মূলত এ প্রকল্পটা হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া। ৩৩তম দেশ হবে বাংলাদেশ। ফলে এ ধরনের কাজগুলি আমার মন্ত্রণালয়কেই তিনি বিশ্বাস করে দিয়েছেন। কারণ আমরা সে বিশ্বাস রক্ষা করতে পারব। স্মার্ট বাংলাদেশ হবে, আর আমরা বিদ্যুত দিতে পারব না, তা তো হবে না। সুতরাং একটা বড় রোল প্লে করব কিন্তু আমরা। লেটেস্ট একটা নিউক্লিয়ার নিয়ে আমরা কাজ করছি। এর চেয়ে বড় স্মার্টনেস আর কী হতে পারে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন