হোম অন্যান্যসারাদেশ ব্যবসায়ীকে মারধর, অফিস ভাঙচুরের অভিযোগ

অনলাইন ডেস্ক:

ঢাকার সাভারে ওসমান গনী (৩৮) নামের এক নেট ব্যবসায়ীকে মারধর এবং অফিস ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার আশুলিয়া থানাধীন সুবন্দী নতুননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান সুবন্দী নতুননগর এলাকার মো. মিয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার সুবন্দী কালারটেক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. নাদিম (৩২), মো. জয়নাল হকের ছেলে মো. রুবেল (৩০) ও মো. জিয়া উদ্দিনের ছেলে মো. সারোয়ার হোসেন ছানু (৩১)।

ভুক্তভোগী মো. ওসমান বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যাবসা করে আসছি। নাদিম, রুবেল ও ছানুর নেতৃত্বে আরও ১৫-২০ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার কর্মচারী সজিবকে মারধর এবং আমার অফিসে ভাংচুর চালায়। তারা কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নাদিমকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন। পরে তাকে হোয়াটসঅ্যাপে ক্ষুধে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় কালবেলাকে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন