হোম চট্টগ্রামকুমিল্লা কুমিল্লা -৬ আসনে ঈগলের গণজোয়ার, আঞ্জুম সুলতানা সীমা এমপির বিকল্প নেই

সাইফুল ইসলাম শিশির, কুমিল্লাঃ

কুমিল্লা-৬, ( মহানগর ও আর্দশ সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের বঞ্চিত নেত্রী, স্বতন্ত্র প্রার্থী সাংসদ আঞ্জুম সুলতানা সীমার ঈগল প্রতিক নিয়ে আগামী ৭ জানুয়ারি সারাদিন ভোটে লড়াই করবেন।

গত ২৭ ও ২৮ ডিসেম্বর আর্দশ উপজেলার কালিরবাজার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করে বলেন,কুমিল্লা আপামর জনসাধারণের বাঁধ ভাঙা জোয়ারে অপশক্তির পতন হবেই হবে। গতকাল বুধবার ২৮ ডিসেম্বর কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় সবগুলো দোকান মালিক ও কর্মচারিদের সঙ্গে কৌশল বিনিময় করে বলেন,অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে কুমিল্লা -৬ আসন হবে ডায়নামিক সিটি। তিনি আরও বলেন, বর্তমানে চলছে ঈগলের গণজোয়ার।কুমিল্লা ছয় আসন বাচান,ছয় না হয় এবার,না হয় কোনোবার।

তিনি বিভিন্ন পথসভা ও গণসংযোগে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে, নারীর বিকশিত হচ্ছে। নারীর অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে। নারীদের কর্মমুখী কর্মকাণ্ডের জন্য দেশে দারিদ্র্যতার হার অনেক নিচে নেমে এসেছে।তিনি বলেন,ঈগল প্রতিকের সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশেষ করে নবীন ভোটারের অংশগ্রহণ জরুরি। ব্যক্তিগতভাবে কী পেলাম আর কী পেলাম না সেদিকে না তাকিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে।এজন্য কুমিল্লা -৬, ঈগল প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এমপির বিকল্প নেই। এসময় মহানগর ও উপজেলা নেতাকর্মীদের উপস্থিত ছিলেন লক্ষনীয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন