সংকল্প ডেস্ক:
প্রতীক বরাদ্দের কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মুজিবর রহমান। আজ প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়েছিলেন। কিন্তু এই আসনে আ.লীগের আরো দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, প্রতীক বরাদ্দের পর আজ সন্ধ্যায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা সরদার মুজিব ও তালা উপজেলা আ.লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. মুজিবর রহমান এক জনকে স্বতন্ত্র প্রার্থী রেখে অপর দুই জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলোচনা ব্যর্থ হয়। তিন জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা ব্যক্ত করেন। আলোচন ব্যর্থ হওয়ায় ইঞ্জি. মুজিবর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি মোবাইল ফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।