রাজনীতি ডেস্ক:
লক্ষ্মীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল্যা আল নোমান সুমন কারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে পৌর শহরের বালিকা বিদ্যানিকেতন সংলগ্ন একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সুমন জেলা শহরের উত্তর তেমুহনী সংলগ্ন ক্বারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক।
স্থানীয়রা জানায়, গত কয়েক মাস থেকে পরিবারের লোকজনের সঙ্গে সুমনের মনোমালিন্য ছিল। এরপর থেকে তিনি বাড়ি যেতেন না। প্রায় দুবছর ধরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবনে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিনি।
সুমন ক্বারীর ছোট ভাই হেমেল ক্বারী বলেন, আমি ঢাকায় আছি। আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কিভাবে মারা গেছে তা বলতে পারছি না। পুলিশের তদন্তে বিষয়টি উঠে আসবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ যে কক্ষে ছিল, সেখানে দুই পুরিয়া গাঁজা ও তিনটি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, ১৯ অক্টোবর রাতের যেকোনো সময় সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।