হারানো বিজ্ঞপ্তি:
আমি মোঃ শাহ আলম। পিতা: মোঃ আব্দুল মান্নান গাজী। মাতা: মর্জিনা খাতুন। জাতীয় পরিচয়পত্র নং-৬৪০৫১৯৯৮৫৯। গ্রাম: পলাশপোল। ওয়ার্ড-০৬, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আমি এই মর্মে জানাচ্ছি যে গত ১০ মার্চ ২০২২ তারিখে সাতক্ষীরা সিটি কলেজ মোড় থেকে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে হেটে যাওয়ার পথে আমার কম্পিউটার কোর্সের মূল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। যার রেজি:নং-615440 (সেশন জানুয়ারি-জুন) পরীক্ষার সন ২০১৪। জিডি নং-১২৩১। সাতক্ষীরা সদর থানা, তাং ২১/০৮/২০২৩ইং। যদি কেউ আমার সার্টিফিকেটটি পেয়ে থাকেন তাহলে নিচে বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: 01727249978