হোম অন্যান্যসারাদেশ খুলনার দাকোপে ভাইরাস হতে সৃষ্ট পরিস্থিতির সামগ্রিক মনিটরিং ও মোবাইল কোর্ট এ জরিমানা

খুলনার দাকোপে ভাইরাস হতে সৃষ্ট পরিস্থিতির সামগ্রিক মনিটরিং ও মোবাইল কোর্ট এ জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 109 ভিউজ

দাকোপ (খুলনা) ; সংবাদদাতা
খুলনা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেন এর নির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং উপজেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদুদ এর তত্বোবধনে , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মোঃতারিফ -উল -হাসান।
এ লক্ষে আজ ২৪ জুন বুধবার দুপুর ১টা ২০ মিনিটিের দিকে উপজেলা সদর চালনা সদর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিফ-উল-হাসান। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৬৬ এবং ৯২(১) আনোয়ারুল ইসলাম,গ্রাম- চালনা বাজার দাকোপ খুলনা কে এক হাজার টাকা আর্থিক জরিমানা একই আইনের ধারা ৬৬ এবং ৯২(১) ধারায় জিসান দাসকে এক হাজার টাকা আর্থিক জরিমানা, এবং একই আইনের ৬৬ এবং ৭২ ধারায় গৌর পদ হালদার কে দুই হাজার টাকা আর্থিক জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ তারিফ-উল-হাসান। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, বাজার তদারকি এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে । অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময় পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘন কারিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ও ব্যবস্হা নেওয়ার কথা বলেন মোবাইল কোর্টের নির্বাহী হাকিম মোঃতারিফ-উল -হাসান।
করোনা প্রতিরোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন