হোম অন্যান্যসারাদেশ নড়াইলের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ!

নড়াইল অফিস :

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসায় ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক সিরাজ ওরফে কারী হুজুরের বিরুদ্ধে। আজও এ ঘটনায় মাদ্রাসা থেকে সিরাজ হুজুরকে আটক করে পুলিশ ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষক সিরাজ শিশু শিক্ষার্থী দিয়ে যৌন হয়রানি সহ নানাবিধ কুকর্ম করে আসছে। তাদের জোর করে মুখের ভিতর তার পুরুষঅংগ ডুকিয়ে দেয়। এসব কারনে অনেক শিশুরা মাদ্রাসায় যেতে চায় না। অভিভাবকরা মাদ্রাসায় না যেতে চাওয়ায় কারন জানতে চাইলে সব কথা খুলে বলে ওই শিশুরা।

এহেন ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করতে এসে মাদ্রাসা ঘেরাও করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনা স্থলে পুলিশ এসে অভিযুক্ত হুজুর সিরাজকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদ্রাসায় পড়ুয়া মোস্তরহাট এলাকার মনিরুলের ছেলে রিয়াদ শেখ বলেন, দীর্ঘ দিন ধরে সিরাজ হুজুর আমাদের সাথে খারাপ আচার করছে। তার নুনু আমাদের গালের ভিতর ডুকিয়ে দেয়। আমরা এখানে আর পড়ব না।

গোবরা এলাকার রজিবুলের ছেলে নূরানী শিক্ষার্থী জিহাদ শেখ বলেন, হুজুর আমাদের ভয় দেখিয়ে এই সব খারাপ কাজ করে আমদের দিয়ে খারাপ কাজ করায়।

বিছালী গ্রামের মিজানুরের ছেলে সোহান মোল্যা বলেন, অধিকাংশ ছাত্রদের দিয়ে এই সব কাজ করায় হুজুর।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খোকন হুজুর বলেন, যে হুজুর ঘটনাটি ঘটিয়েছে তাকে আমারা এখানে রাখব না। আইন অনুযায়ী তার সঠিক বিচার আমি দাবি করি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন