হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরের এমপি পরিবারের রাজাকার জামায়াত প্রীতি!

শ্যামনগরের এমপি পরিবারের রাজাকার জামায়াত প্রীতি!

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগরের এমপি জগলুল হায়দার ঘূর্ণিঝড় আম্পানের পরে তার মেজ পুত্র সায়েদ বিন হায়দার রাজিবকে দিয়ে জামাতের ত্রাণকার্য বাস্তবায়ন করছে। চিহ্নিত রাজাকার ও জামাতের ডোনারদের নিয়ে প্রকাশ্য দিবালোকে এসব কার্যক্রম চালানোয় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে কেউ প্রতিবাদ না করলেও এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এমপিপুত্র রাজিব জামাত পরিবারে বিয়ে করার কারণে বিতর্কিত রাজনৈতিক দলটির সাথে সংসদ সদস্যের পরিবারের আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। সংসদ পুত্র এলাকার চিহ্নিত মাদকসেবী এবং সন্ত্রাসী শ্রেণীর যুবকদের নিয়ে একটি পেটুয়া বাহিনী সৃষ্টি করে নানান অপকর্ম করে বেড়াচ্ছে। বিতর্কিত জায়গাও বিতর্কিত চিংড়ি ঘের দখলের জন্য মোটা অংকের টাকা নিয়ে পেটুয়া বাহিনীকে ব্যবহার করছে। তার ভয়ে কেউ টু শব্দ করার সাহস পায় না। প্রশাসন সবকিছু জানার পরেও এমপির ক্ষমতার কারণে নিশ্চুপ। শ্যামনগরে আম্পানে  ক্ষতিগ্রস্ত কাশিমাড়ী ইউনিয়ন এর খোলপেটুয়া নদীর বেড়িবাধ সংস্কারে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য সরাসরি জামাতকে মাঠে নামার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম জামাতের নেতা কর্মীদের নিয়ে বাধ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুর রউফ এমপি জগলুলের আপন ফুফাতো ভাই। এই রউফ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাতের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। রউফ চেয়ারম্যানের বাবা মৃত আতিয়ার রহমান সানা রাজাকার ছিলেন। কাশিমাড়ী ইউনিয়ন এর রাজাকারদের যে তালিকা এই তালিকায় তার নাম আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন