লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মোকাবিলায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এদিনের স্কোয়াডে লস ব্লাঙ্কোস শিবিরে নেই আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান করিম বেনজেমা। থাকছেন না ভিনিসিউস জুনিয়রও।
রিয়ালে অ্যারেনাতে মঙ্গলবার (২ মে) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের দুদিন পরেই মাঠে নামছে রিয়াল। লা লিগায় এবার তাদের প্রতিপক্ষ সোসিয়েদাদ। চলতি মৌসুমে প্রথম দেখায় এ দলটির বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল মাদ্রিদ। অথচ এমন দলের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি আগের ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা বেনজেমাকে। দারুণ ছন্দে আছেন এ ফরাসি স্ট্রাইকার। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ২৯টি গোল করেছেন তিনি। তাকে এ ম্যাচের স্কোয়াডে না রাখার পেছনে অবশ্য কারণও আছে।
টানা ব্যস্ত সূচিতে একপ্রকার ধকল যাচ্ছে রিয়ালের ওপর। লা লিগার লড়াই শেষ না হতে কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। প্রথম লেগ আগামী ৯ মে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর বিবেচনায় হয়তো বিশ্রাম দেয়া হয়েছে ৩৫ বছর বয়সী বেনজেমাকে।
তাছাড়া লা লিগার শিরোপার দৌড়েও তারা অনেকটা ছিটকে পড়েছে। ৩২ ম্যাচ শেষে বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। যার কারণে এ ম্যাচের গুরুত্বও কম। যদিও সোসিয়েদাদের বিপক্ষে বেনজেমার না থাকার কারণ জানায়নি রিয়াল। এ ম্যাচের স্কোয়াডে নেই দলের অন্যতম প্লে মেকার ভিনিসিউসও।
রিয়াল মাদ্রিদ স্কোয়াড-
গোলরক্ষক: থিবো কর্তোয়া, লুনিন ও লুইস লোপেজ
ডিফেন্ডার্স: কারভাহাল, এদের মিলিতাও, ভায়েহো, নাচো, ওদ্রিওজোলা, লুকাস ভাজগেজ ও রুডিগার
মিডফিল্ডার্স: টনি ক্রস, ভালভার্দে, অরঁলিয়ে চুয়ামেনি, দানি সেবায়োস, কার্লোস ডটর, আরিবাস ও নিকো পাজ।
ফরোয়ার্ডস: হাজার্ড, আসেন্সিও, রদ্রিগো, মারিয়ানো এবং আলভারো।
গোলরক্ষক: থিবো কর্তোয়া, লুনিন ও লুইস লোপেজ
ডিফেন্ডার্স: কারভাহাল, এদের মিলিতাও, ভায়েহো, নাচো, ওদ্রিওজোলা, লুকাস ভাজগেজ ও রুডিগার
মিডফিল্ডার্স: টনি ক্রস, ভালভার্দে, অরঁলিয়ে চুয়ামেনি, দানি সেবায়োস, কার্লোস ডটর, আরিবাস ও নিকো পাজ।
ফরোয়ার্ডস: হাজার্ড, আসেন্সিও, রদ্রিগো, মারিয়ানো এবং আলভারো।