নড়াইল অফিস :
নড়াইলে লাফার্জ হোলসিম সিমেন্টের প্রকৌশলী সাক্ষাৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় অভিলাষ কমিউনিটি সেন্টারে কোম্পানী ও স্থানীয় ২৫ জন প্রকৌশলী সমাবেশে উপস্থিত ছিলেন। শতাধিক বাড়ি নির্মাতা সহ নানা শ্রেনীর প্রায় ২’শ জনের উপস্থিতিতে লাফার্জ-হোলসিম সিমেন্টর গুনাগুন পরীক্ষা করে দেখানো হয়।
সমাবেশে নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা প্রধান অতিথী হিসেবে থেকে সমাবেশ সফল করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য খোকন সাহা,ইউপি চেয়ারম্যান আশিষ বিশ্বাস,টেরিটরী সেলস অফিসার মো.শফিউল আলম, টেরিটরী সেলস ইঞ্জিনিয়ার মুহিদ আজাদ, সেলস অফিসার সুমন কুমার দেবনাথ, টেকনিক্যাল এসিস্টেন্ট মো.আব্দুল হামিদ, পরিবেশক মো.শফিউল আলম পাশা প্রমুখ।
সমাবেশে বক্তরা জানান, প্রায় ১৬ বছর ধরে নড়াইলে লাফার্জ-হোলসিম সিমেন্ট অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে।
