হোম ময়মনসিংহজামালপুর সাংবাদিক নাদিম হত্যা মামলার তিন আসামি কারাগারে

সাংবাদিক নাদিম হত্যা মামলার তিন আসামি কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 151 ভিউজ

অনলাইন ডেস্ক:

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ অক্টোবর) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলি আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস এই আদেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন- মামলার ১৫ নং আসামি রুবেল মিয়া, ১৮ নং আসামি মো. আবু সাঈদ ও ২১ নং আসামি রফিকুল ইসলাম।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তিনজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। উচ্চ আদালতে নেয়া তাদের জামিনের সময় শেষ হওয়ার পর তারা রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। এসময় মামলার তদন্তকারী সংস্থা তিন জনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাংবাদিক রব্বানী নিহতের ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন