হোম খুলনাযশোর সরস্বতী পূজা ও মশিয়াহাটী সাংস্কৃতিক পরিষদের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সরস্বতী পূজা ও মশিয়াহাটী সাংস্কৃতিক পরিষদের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

যশোর জেলার ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র মশিয়াহাটীতে উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গৃহে সকাল থেকে শুরু হয়ে পূজা অর্চনা চলে দুপুর পর্যন্ত। হিন্দু শাস্ত্রমতে, মাঘ মাসের শ্রীপ মী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই শ্রীপ মীতে ১৯৬৮ সালে মশিয়াহাটী অঞ্চলের সংস্কৃতির ধারাকে ধরে রাখার জন্য প্রতিষ্ঠিত হয় মশিয়াহাটী সাংস্কৃতিক পরিষদ। এ বছর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে ওই সাংস্কৃতিক সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিষদের কঙ্কর মে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশির কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উদ্যাপন কমিটির আহ্বায়ক কনৌজ বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনিরামপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন