হোম অন্যান্যসারাদেশ লঞ্চ টার্মিনালে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

লঞ্চ টার্মিনালে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

অনলাইন ডেস্ক:

চাঁদপুর লঞ্চ টার্মিনালের প্রবেশপথে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

চাঁদপুরে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, কয়েকবার নোটিশ করার পরও জায়গা ছাড়েননি এসব দখলদাররা। তাই একদিকে যাত্রী উঠানামার সমস্যা, অন্যদিকে নতুন টার্মিনাল নির্মাণে বাধা। এমন সব কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় ছোট-বড় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে, উচ্ছেদের শিকার ছোট-বড় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঈদের আগে এভাবে উচ্ছেদ করার কারণে তাদের চরম দুর্ভোগ ও কষ্টের মধ্যে পড়তে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন