হোম বিনোদন রফিকুল আলমের কণ্ঠে ফিরলেন আইয়ুব বাচ্চু

রফিকুল আলমের কণ্ঠে ফিরলেন আইয়ুব বাচ্চু

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু চলে গেলেও রয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়ে। তবে তিনি চলে গেলেও তার কথা ও সুরে নতুন গান আনলেন নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম।

তাদের সমন্বিত একটি গান এসেছে স্বাধীনতা দিবসে। যেটার শিরোনাম ‘স্বাধীনতা’। মূলত আইয়ুব বাচ্চুর লেখা ও সুরে গানটি গেয়েছেন রফিকুল আলম।

জানা গেছে, প্রায় দুই দশক আগে ২০০৫ সালে এই গান সৃষ্টি হয়েছিল। কিন্তু নানা কারণে গানটি প্রকাশ করা হয়নি। অবশেষে গায়ক নিজেই উদ্যোগ নিলেন এটি সামনে আনার।

গানটির প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘২০০৫ সালে আমরা অন্য একটি গানের কাজ করছিলাম, এর মধ্যেই বারবার একসঙ্গে একটা গান করার কথা ঘুরে ফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন এই গানটা গেয়ে শুনিয়ে বললো, ‘ভাই এই গানটা আপনি করেন’। কিন্তু দুঃখজনক, গানটা করা হয়ে ওঠেনি। তাছাড়া বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল। অবশেষে গানটি করে ফেললাম।”

আইয়ুব বাচ্চুর অবর্তমানে গানটির সংগীতায়োজন করলেন রফিকুল আলমের পুত্র ফারশিদ আলম। তিনি নিজেও একজন গায়ক ও সংগীত পরিচালক। এই প্রথম বাবার কোনও গানে কাজ করলেন ফারশিদ।

রফিকুল আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘স্বাধীনতা’ গানটি মঙ্গলবার (২৬ মার্চ) প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা গেছেন বাংলা ব্যান্ড মিউজিকের অন্যতম পথপ্রদর্শক আইয়ুব বাচ্চু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন