হোম ঢাকামাদারীপুর মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক, হাসপাতালে ১০

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক, হাসপাতালে ১০

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সবুজ সরদার (৬০) বরিশালের হিজলা উপজেলার পওনীভাঙ্গা এলাকার মৃত হামদু সরদারের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পিকআপ সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে পিকআপের সামনের চাকা ফেটে যায়। বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে পিকআপটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার নিহত হন।

এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ থাকার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছেন। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক বিজয় প্রসাদ রায় জানান, পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন