হোম অন্যান্যসারাদেশ মাদক সংশ্লিষ্টতায় দুই কনস্টেবল প্রত্যাহার

মাদক সংশ্লিষ্টতায় দুই কনস্টেবল প্রত্যাহার

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম তাদের প্রত্যাহারের আদেশ দেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনে প্রত্যাহার হওয়া দুজনকে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিনের বিরুদ্ধে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতার প্রমাণ মিললে পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জনান, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ নিয়ে আরও তদন্ত হবে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন