হোম অন্যান্যসারাদেশ বেড়েছে শনাক্তের হার, করোনায় মৃত্যু ৯

বেড়েছে শনাক্তের হার, করোনায় মৃত্যু ৯

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

অনলাইন ডেস্ক : 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১২ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৪৪ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৬৮ জন। আজ মঙ্গলবার করোনায় মারা যাওয়া সাতজন ঢাকা বিভাগের। বাকি একজন চট্টগ্রাম বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৪২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন