হোম জাতীয় ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কর্তৃক Editor
০ মন্তব্য 280 ভিউজ

অনলাইন ডেস্ক : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অন্যান্য ট্রেনের যাত্রীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ও মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে পৌনে ৬টার দিকে বগি সরিয়ে নিলে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।

আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন জানান, আজ সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হরষপুর ও মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। পরে বগিটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন