মিলন হোসেন বেনাপোল:
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ গিয়াস উদ্দীন (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রবিবার বিকালে তাকে আটক করা হয়।
গিয়াসউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের সাগরের ছেলে।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, ভারত থেকে ফেনসিডিল এনে বেনাপোল পাচারের সময় তাকে মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট থেকে একটি ভ্যান সহ আটক করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় ফেনসিডিল সহ মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আগামিকাল আসামিকে যশোর আদালতে পাঠানো হবে।