হোম খুলনানড়াইল নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল অফিস:

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ১ম ধাপে নড়াইলের কালিয়া উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন অফিসের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো.জসিমউদ্দিন। পরে প্রার্থীদের সাথে মতবিনিময় কালে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান। এসময় প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা অভিযোগ তুলে ধরেন। নড়াইল-০১ আসনের সংসদ সদস্য নিদৃষ্ট প্রার্থীকে সমর্থন করে ভিডিও বক্তব্য দেয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।

নির্বাচনে কালিয়া উপজেলা আ.লীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী,৫ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ সময় নির্বাচনী প্রার্থীগন, তাদের প্রতিনিধি ও গন মাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ মাহমুদুর হাসান কায়েস পেয়েছেন ঘোড়া, সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিমুর রহমান ওছি খান চিংড়িমাছ, পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম হারুনার রশীদ আনারস, বর্তমান চেয়ারম্যান কৃঞ্চপদ ঘোষ মোটর সাইকেল ও এস এম নাজমুল হক প্রিন্স পেয়েছেন দোয়াত কলম।

কালিয়া উপজেলা নির্বাচনে মোট ১৩জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এর মধ্যে ৫জন চেয়ারম্যান পদে, ৫জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন। ৮২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৭২০৯জন, এর মধ্যে পুরুষ ভোটার ১০০১৭৮জন ও মহিলা ভোটার ৯৭০৩১জন। আগামী মে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন