হোম আন্তর্জাতিক নিখোঁজের দু’দিন পর কংগ্রেস নেতার দগ্ধ মরদেহ উদ্ধার

নিখোঁজের দু’দিন পর কংগ্রেস নেতার দগ্ধ মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর এক কংগ্রেস নেতার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) তিরুনেলভেলিতে নিজের কৃষিজমি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। তিনি দু’দিন ধরে নিখোঁজ ছিলেন।

তার নাম কেপিকে জয়কুমার। তিনি কংগ্রেসের তিরুনেলভেলি পূর্ব জেলা ইউনিটের সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছে, জয়কুমার বৃহস্পতিবার (২ মে) নিখোঁজ হয়েছিলেন এবং তার ছেলে পরের দিন অভিযোগ দায়ের করেছিল। এ সময় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এটি তার লেখা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

জয়কুমারকে হত্যা করা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

যদি নিশ্চিত হওয়া সম্ভব হয় যে জয়কুমার সুইসাইড নোটটি নিজে লিখেছিলেন, তাহলে অনেক হাই প্রোফাইল নেতা ফেঁসে যেতে পারেন। কারণ এই নোটটিতে কয়েকজনের নামের তালিকা রয়েছে এবং তাদের বিরুদ্ধে তাকে ভয় দেখানো এবং অর্থ প্রতারণা করার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার এন সিলামবরাসন বলেছেন, মামলাটি তদন্ত করতে তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে।

এদিকে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে সরকারকে আক্রমণ করেছে এআইএডিএমকে। ঘটনাটি রাজ্যের আইনশৃঙ্খলার গুরুতর অবনতির ইঙ্গিত করে। এআইএডিএমকে প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ইদাপাদ্দি কে পালানিস্বামী দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন