জাতীয় ডেস্ক:
মিয়ানমারে সংঘাতের জের ধরে টেকনাফের নাফনদী দিয়ে ২ রোহিঙ্গা নারী অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ছিল। কিন্তু বিজিবি সদস্যরা তাদের ফেরত যেতে বাধ্য করেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলস্থ নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে ২ নারী।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, দুজন নারী অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু বিজিবির বাধায় তারা পুনরায় মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়েছেন।