হোম অন্যান্যশিক্ষা নতুন দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

নতুন দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

শিক্ষা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে। আগামী বছর এ দুটি বই নতুন করে তৈরি করে দেয়া হবে।a

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ ও ‘অনুশীলনী পাঠ’ পাঠ্য বইয়ের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। আপাতত দুটি বইয়ের উল্লেখিত অংশ বাদে অন্যান্য অধ্যায়ের পাঠদান  অব্যাহত থাকবে।  সংশোধনী বিষয়ে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে।’

মন্ত্রী বলেন, ‘ধর্ম একটা পবিত্র জিনিস, এটা নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যারা এই মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। বইয়ে ইসলামবিরোধী কিছু নেই। পাঠ্য বইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে এটা না থাকলে ভালো হতো, আমরা বলছি ঠিক আছে নতুন বই আমরা আবার তৈরি করে দেব। নৌকার যারা কর্মী তারা কখনো ইসলামবিরোধী কোনো কাজ করতে পারে না।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন