সৌরভ মন্ডল, (দাকোপ) :
খুলনা জেলার দাকোপ থানা পুলিশের অভিযানে এক কেজি সহ দু’জন মাদক ব্যবসায়িকে শনিবার রাতে আটক করে দাকোপ থানা পুলিশ।
দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের বেড়ের খাল নামক গ্রাম থেকে ১১/০৭/২০২০ তারিখে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এক কেজি গাজা সহ ১,প্রদিপ স্বর্নকার(৩৯)পিং:প্রশান্ত স্বর্নকার।২,বিচিত্র মৈত্র(৩৬)পিং:অমল মৈত্র।উভয় সাং-বাজুয়া বেড়ের খাল,থানা -দাকোপ,জেলা-খুলনাকে সুকৌশলে আটক করে।
দাকোপ থানা পুলিশের এ এস আই মো:আবু জাফরের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন এ এস আই মনির হোসেন,এ এস আই ইসলাম দাকোপ থানা। আটককৃতদের বিরুদ্ধে দাকোপ থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।