নিজস্ব প্রতিনিধিঃ
তালা উপজেলা ও পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার (৩১আগষ্ট) বিকালে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তালা উপজেলা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ ও ফারুক হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যন্য সদস্যরা হল যুগ্ন-আহ্বায়ক মনিরুল ইসলাম, আবুল হাসান মোল্ল্যা, আজমল হোসেন জুয়েল, ইয়াছিন মোড়ল, সাইদুর রহমান, আবুল হোসেন, মোস্তফা আহম্মেদ রিপন, সালমান আব্রাহাম, মেহেদী ইমরান, খাদিজা খাতুন, সদস্য- মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, মেজবাহুর রহমান নাহিদ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, ফাহাদ হোসেন, মাসুম বিল্লাহ, সিদ্দিক হোসেন প্রমূথ ।
অন্যদিকে রিজভী আহম্মেদকে আহ্বায়ক ও আবিদ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পাটকেলঘাটা থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য সদস্যরা হল, যুগ্ন- আহ্বায়ক আব্দুস সালাম, আল আমিন, আওলাদ হোসেন, সবুজ গাজী জাকারিয়া মাসুদ, বিল্লাল হোসেন, ইমরান হোসেন, সদস্য- শাহিন আক্তার, আফজাল হোসেন, সবুজ হোসেন, ফিরোজ হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ আছাদুল খান, বাপ্পী সরদার, শরিফুল ইসলাম, মেহারব হোসেন রিমু, শাহিনুর আলম প্রমুখ।