ফরিদপুর প্রতিনিধি:
আগামী ২ জানুয়ারি জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার ফরিদপুর আগমন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয। শনিবার বেলা বারোটায় ফরিদপুর শহরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত আওয়ামী লীগ অফিসে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে । গত ১৫ বছরে এদেশের মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়েছে। দেশ অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করছে।
বক্তারা বলেন, বিএনপি জামাতচক্র দেশে হরতাল অবরোধের নামে নৈরাজ্য ঘোষণা করছে। এবং একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। তারা হরতাল অবরোধের নামে জ্বালা পোড়াও কার্যক্রম করছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন আগামী ৭ তারিখে নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। এবং সেই চ্যালেঞ্জে আমাদের জয়লাভ করতে হবে। বক্তারা বলেন আগামী ২ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসবেন। উক্ত জনসভায় জাতীয় শ্রমিক লীগে নেতৃবৃন্দদের কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এছাড়া আগামী ৭ই জানুয়ারি ফরিদপুর সদর ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামীম হককে বিজয়ী করে ফরিদপুরের এমপি নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, জুবায়ের জাকির,
হাফিজুর রহমান খান লাবু, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া এ সময় সংগঠনের পৌর, থানা, ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।