আন্তর্জাতিক ডেস্ক:
চীনের ইউনান প্রদেশের জেনজিওং পিপলস হাসপাতালে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন।
মঙ্গলবার (৭ মে) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য পেপার’-এ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কালো পোশাক পরা এক ব্যক্তি দুই হাতে ধারালো ছুরি নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন।
পুলিশ এক বিবৃতি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি জেনজিওংয়ের পোজি শহরের বাসিন্দা। তবে তিনি ‘অপরাধী’ কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনও তদন্ত চলছে।
স্থানীয় একজন বাসিন্দা দ্য পেপারকে জানিয়েছেন, ‘পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নিশ্চিতভাবে হতাহতের সংখ্যাও জানা যায়নি।’
এদিকে দ্য পেপারের ফুটেজে, ওই হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।
দেশটির সংবাদমাধ্যম হংজিং নিউজ জানিয়েছে, জেনজিওং কর্তৃপক্ষ সব স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের ‘দরজা বন্ধ করে’ সতর্ক থাকতে এবং ‘অপরিচিত মানুষদের’ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
চীনে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ হলেও, সম্প্রতি ছুরি হামলা বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।