খুলনা অফিস:
মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিদপ্তর। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমে নেতৃত্বে বুধবার এ অভিযান পারিচালনা করা হয়।
জানা যায়, সদর থানার দোলখোলা বাজারে নোংরা পরিবেশ থাকায় নিউ সজিব সেমাইকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ সুইটসকে ১ হাজার টাকা এবং রূপসা স্ট্যান্ড রোডে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় বাদশা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।