স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে কিডনি রোগে আক্রান্ত শিক্ষক অশোক রায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দীর্ঘদিন তিনি কিডনি রোগের চিকিৎসা করাতে গিয়ে গরু, গাছগাছালী বিক্রি করেছেন। বেঁচে থাকার জন্য জমিজমা যা ছিল তাও বন্ধক রেখেছেন।
সহায় সম্বল হারিয়ে এখন চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছেন। শিক্ষক অশোক রায় কেশবপুরের ইমাননগর এম.বি.জি দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক। তার বাড়ি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা গ্রামে। বর্তমানে তিনি বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষক অশোক রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। প্রতি সপ্তাহে দুইটি ও মাসে আটটি ডায়ালাইসিস করতে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সংসারে আর কিছুই নেই বিক্রি করার মতো। তাই সমাজের বিত্তবান মানুষের সহায়তা চেয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক হিসাব নম্বর- ০০১০১৮৫৩৫, কেশবপুর শাখা, যশোর।