হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে সরকারি রাস্তা দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

কালীগঞ্জে সরকারি রাস্তা দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা):

” সংকল্প নিউজে “সংবাদ প্রকাশে টনক নড়ে উপজেলা প্রশাসনের ।অবশেষে রাস্তার উপর ইট ঝাপ করে অবরোধ কৃত রাস্তা হতে ইট অপসারণের মাধ্যমে দখলমুক্ত করল উপজেলা প্রশাসন। এতে করে স্বস্তি পেলো কালিগঞ্জ বাসী বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, থানা অফিসার ইন চার্জ মোঃ শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইউপি সদস্য আবু মুসা ও খাইরুল আলম এর উপস্থিতিতে রাস্তার উপরে স্তুপ করা ইট অপসারণ করে সরকারি রাস্তা কে দখলমুক্ত করা হয়।

দু’পক্ষের জমি দখল কে কেন্দ্র করে দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে প্রতিপক্ষ বুলবুলকে বেকায়দায় ফেলে জব্দ করার জন্য প্রতিপক্ষ ভাটা মালিক হাজী মতিউর রহমান তার ভাটার ইট এনে স্তুপ করে কালিগঞ্জ থানা সড়কের ইসলামী ব্যাংক সংলগ্ন ব্যস্ততম রাস্তার আংশিক অবরোধ করে যানবাহন ও জনসাধারণের চলাচলের দারুন বিঘ্ন সৃষ্টি করে আসছিল। যে কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ এবং যানবাহন দুর্ঘটনার শিকারে পড়তে হতো। বিষয়টি নিয়ে এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে একাধিকবার উপজেলা এবং থানা প্রশাসনের সহযোগিতায় বসলেও আদালতের দোহাই দিয়ে রাস্তা অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। জনগণের ভোগান্তির বিষয়টি নিয়ে দসংকল্প নিউজে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। অবশেষে গতকাল সেই ইটের স্তুপ অপসারণ করে অভিনন্দনে ভাসছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন