হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় প্রয়াত সাবেক এমপি নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা বি,এম নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান ও অসহায়- দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা।

সংগঠনের সভাপতি আফজাল ফুয়াদ অভির স্বাগত বক্তব্য শেষে অন্যন্যদের মধ্যে অতিথি হিসাবে বকাতব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রধান শিক্ষ সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক নিয়াজ সোরশেদ লাল্টু, সাংবাদিক ফারুক হোসেন রাজ সহ সংগঠনের সদস্যবৃন্দ ও সূধিজন।

ঈদ সামগ্রী বিতরণ সহ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন