হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে গভীর রাতে তিন পান বরজে আগুন, ৬ লাখ টাকা মুল্যের ক্ষতি সাধিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

বুধবার গভীর রাতে উপজেলার সাগরদাঁড়ি বাজারের পাশে পানের বরজে আগুণ ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা এতে প্রায় ৬ লাখ টাকা মুল‌্যের পানসহ অবকাঠামোর ক্ষতি সাধিত হয়েছে। রাতে এলাকাবাসি ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি গ্রামের সন্তোষ দাস মধুর বড় ছেলে শিক্ষক অলোকেশ দাসের বাজারের পার্শ্বে পানের বরজে গবীর রাতে দূব্র্ত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহুর্ত্বেও মধ্যে আগুনের লেলিহান শিখায় ৩০ শতক জমির পান পুড়ে যায়। এবং অবকাঠামে ভস্মিভ’ত হয়। এ সময় পার্শ্বে ও কালীপদ দাসের ছেলে সঞ্জয় দাসের ৩ শকত ও আদিত্য দাসের ছেলে সুদর্শন দাসের ৫ শতক জমির পান বরজ পুড়ে ছাই হয়ে যায়।

রাতেই এলাকাবাসি ও ফায়ার সার্বিসের কমৃীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩টি বরজ পুড়ে ছাই হয়েছে। এ ব্ষিয়ে ক্ষতি গ্রস্থ কৃষকরা জানান, তারা প্রায় ৬ লাখ টাকা মুল্যের পানসহ অবকাঠামোর ক্ষতির মুযখোমুখি হয়েছেন। এ ঘটনায় থানায় জানানো হয়েছে বলে কৃষকরা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন