হোম ঢাকানরসিংদী অবশেষে নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি

অবশেষে নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

অনলাইন ডেস্ক:

অবসারণের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের অবস্থানের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাকে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলির আদেশ ওয়েব সাইটে আসার পর অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে ফেটে পড়ে। অনেকে আনন্দে কেঁদেও ফেলে।

বদলি আদেশ হওয়ার পর শিক্ষার্থীরা বলেছে, প্রধান শিক্ষকের এই বদলির মাধ্যমে এই প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হলো। আমাদের দাবি মানা হয়েছে। আমরা মন থেকে অনেক খুশি হয়েছি। আগামীকাল থেকে আমরা ক্লাসে যোগ দেবো।

এর আগে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ এনে তৃতীয় দিনের মতো সোমবার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় প্রধান শিক্ষককে অপসারণ না করা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন