হোম অন্যান্যসারাদেশ অবশেষে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে আগামী সপ্তাহের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত

অবশেষে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে আগামী সপ্তাহের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত

কর্তৃক admin
০ মন্তব্য 234 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

অবশেষে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে আগামী সপ্তাহের মধ্যে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন মেডিকেল কর্তৃপক্ষ।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইন্টার্ন চিকিৎসক জাকারিয়া হোসেন, রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিল সার্জন যতদ্রæত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সাপোটিং ষ্টাফ সরবরাহ করবেন তত দ্রæতই জরুরি বিভাগ চালু করা সম্ভব হবে।

এর আগে জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা সোমবার মেডিকেল তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। তাদের ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন