হোম অন্যান্যসারাদেশ বরযাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস

বরযাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস

কর্তৃক Editor
০ মন্তব্য 189 ভিউজ

অনলাইন ডেস্ক:

নেত্রকোনায় বরযাত্রী নিয়ে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীসহ আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বারহাট্টা উপজেলার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাটলি নামক স্থানে দুপুরে এ ঘটনা ঘটে।

এতে বরযাত্রী নিয়ে যাওয়া মাইক্রোবাস ও সিএনজি ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে একটি মাইক্রোবাস বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের দিকে রওয়ানা দেয়। পরে বারহাট্টা উপজেলার পাটলী নামক এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বরযাত্রী ও তিন সিএনজি যাত্রী আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সড়কে এমন দুর্ঘনায় বরযাত্রীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ঘটনাস্থলেই রয়েছে। মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে চলে গেছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন