নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া নিজের শিশু সন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেছে।
নিহত শিশুটির নাম আরিফ বিল্লাহ (৮)। সে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে ও ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বির্দ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ঘাতক ইয়াসিন আলীর স্ত্রী রোকেয়া বেগম জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার সাথে তার স্বামীর প্রায়ই ইয়াসিনের ঝগড়াঝাঁটি হতো। এখান থেকে এক সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সাথে তার ঝগড়া হয়। এ ঘটনার পর তিনি তার শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। বৃহস্পতিবার বিকালে তার স্বামী ইয়াসিন আলী গাজী তার বাবার বাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর রাতে সে তাদের শিশু সন্তাান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইয়াসিন আলী গাজীকে আটক করে থানায় নিয়ে আসেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।