হোম অন্যান্যসারাদেশ সার্ভেয়ার শহিদুল ইসলাম চক্রান্ত ষড়যন্ত্রের শিকার

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর) :

কেশবপুর শহরের বসবাসরত ঝিকরগাছা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলাম আর্থিক সঙ্কটে পড়ে চেক দিয়ে টাকা নিলেও নির্দিষ্ট মেয়াদের আগে তার উপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। যা নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরী পর্যন্ত করেছেন। এর পরও তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ।

অভিযোগে জানা গেছে, সার্ভেয়ার শহিদুল ইসলাম তার কর্মস্থল মনিরামপুর (ভুমি) অফিসে থাকা কালীন তার ছেলে আজিজুল হাকিম সিয়াম(১৩) মাইগ্রেন রোগে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক ভারতের পিয়ারলেস হসপিটালে নিয়ে যান।

সেখানে প্রচুর অর্থ ব্যায় হওয়ায় পুর্ব পরিচিয়ের সুত্র ধরে মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের মোঃ সামসুদ্দিন এর ছেলে মোঃ আবু রায়হান এর নিকট থেকে সঙ্কট কাটাতে শহিদুল ইসলাম ৫লাখ টাকা ফেরৎ দেয়ার শর্তে তিনি গ্রহণ করেন।

এর বিনিময়ে শহিদুল ইসলাম আবু রায়হানকে লভ্যাংশ হিসেবে মাসিক ২৫ হাজার টাকা দেয়ার চুক্তিবদ্ধ হন এবং আবু রায়হানকে সোনাী ব্যাঙ্ক ঝিকরগাছা শাখার একটি চেক প্রদান করেন। যার মেয়াদ থাকে ০১-০১-২০২৩ ইং তারিখ । টাকা পরিশোধের নির্দিষ্ট সময় পার না হলেও আবু রায়হান শহিদুল ইসলামকে টাকার তাগাদা দিতে থাকেন এবং টাকা না দিলে বিভিন্ন রকম হুমকী দিতে থাকেন।

গত ১৩ /০১/২০২১ তারিখে কেশবপুর শহরে থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলে শার্শ উপজেলা ভুমি অফিসের সামনে তার পথরোধ করে আগামি ২৪ ঘন্টার মদ্যে টাকা ফেরৎ প্রদানের হুমকী দেয় এবং টাকা না দিলে মামলা মোকর্দ্দমা ও ক্ষতি সাধানের হুমকীসহ চাকুরী কি ভাবে করিস বলে হুমকী দিয়ে চলে যায়।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরপত্তা নিশ্চিতে পর দিন সার্ভেয়ার শহিদুল ইসলাম শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ৫৭৬ তারিখ ১৪/০১/২০২১। জিডি করার পর আবু রায়হান ও তার পিতা ক্ষিপ্ত হয়ে তার কর্মস্থল ঝিকরগাছা সহকারি কমিশনার(ভুমি) বরাবর চাকুরী দেয়ার নামে টাকা নিয়েছে বলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কাল্পনিক অভিযোগ এনে হয়রানি করে চলেছে। তিনি আরো জানান, ঝিকর গাছা ভুমি অফিসের মাধ্যমে গত ১৮/১১/২০১৯ ইং তারিখে ৯৭৪ নং স্মারকে ছেলে চিকিৎসার জন্য তিনি যশোর জেলা প্রশাসক মহোদায়ের নিকট আবেদন করেন । এ বিষয়ে আবু রায়হানের সাথে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য প্রকাশ করা সম্ভব হয় নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন