অনলাইন ডেস্ক:
ঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব এবং তাঁর ভাই তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার মুখে পড়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এদিন সকালে ‘মার্চ টু মঞ্জুরি’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার থেকে অংশ নেওয়া ছাত্র-জনতা। ঘোষণা অনুযায়ী, সন্ধ্যার পর ছাত্র-জনতা হেমায়েতপুরের মঞ্জুরুল আলম রাজিবের বাস ভবনের সামনে লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়ে তাঁদের বাসভবনের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িটি ভাঙচুর শুরু করে।
এ সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র-জনতাকে ধাওয়া দেন এবং হামলা করেন। এতে অন্তত ৭ জন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের দাবি, পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে গণহত্যার নির্দেশদাতা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব ও তাঁর ভাই সমরের বাড়িতে যান তাঁরা। এ সময় আওয়ামী লীগের দোসররা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
মঞ্জুরুল আলম রাজিব ও তাঁর ছোটভাই গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন।