হোম রাজনীতি সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 289 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে পৃথক পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতায় পাঁচ শতাধিক হত দরিদ্র দিনমুজুর মানুষের মাঝে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় তারা পরিবার প্রতি ১০ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি, আলু, পাঁচ’শ গ্রাম তেল, পাঁচ’শ গ্রাম লবণ, পাঁচ’শ গ্রাম পেঁয়াজ, আড়াই’শ গ্রাম রসুন ও সাবানসহ খাদ্য সামগ্রী তুলে দেন। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন