হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

“প্রকৃতিক ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ-২০২২ পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী-পরিচালক সরদার শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন