হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় করোনায় কৃষকরা দিশাহারা

সাতক্ষীরায় করোনায় কৃষকরা দিশাহারা

কর্তৃক
০ মন্তব্য 85 ভিউজ

জামালউদ্দীন :

মহামারী করোনা এবার হানা দিয়েছে সাতক্ষীরায় এক স্বাস্থ্য কর্মির পর এবার তালার নগরঘাটায় এক এন,জি,ও কর্মি আক্রান্ত। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। ঘরের বাইরে করোনা কোথায় যে অবস্থান তা কেউ বলতে পারে না।মাঠের সবজি বাজারে বিক্রি করে কোন মতে কৃষি নির্ভর মানুষগুলো চলছিল।জেলার অন্যতম সবজির পাইকারী বাজার মৌলভীবাজার করোনা রোগীর বাড়ি থেকে মাত্র ৩ কিলোমিটার।

সে কারণে বাজারে ব্যাপারী ও কৃষকদের ভিড় আজ লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন পাটকেলঘাটার ব্যাপারী আঃ সামাদ। এ দিকে জেলা জুড়ে চলছে বোরো ধান কাটার মৌসুম।করোনার ভয়ে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না।এরই মধ্যে গত কয়েকদিন গুড়িগুড়ি বৃষ্টির পর আজ মুষলধারে বৃষ্টিতে কৃষকের মাড়ায়ের জন্য প্রস্তুত ধান পানিতে ভাসছে। এ যেন মরার উপর খঁড়ার ঘাঁ।

এ দিকে জেলার যে সমস্থ কাঁচা বাজার করোনা রোধে বিভিন্ন খেলার মাঠে স্থানান্তর করা হয়েছিল।সেখানে কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ব্যবসায়ীদের মাথায় হাত।আজ জেলার ৭ উপজেলায় সহকর্মিদের সাথে কথা বলে জেনেছি সব স্থানে একই অবস্থা।সাধারণের দাবী এই মুহূর্তে সরকারি ভাবে কৃষকদের পাশে দাঁড়াতে না পারলে জেলার গ্রামীণ অর্থনীতি চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন