হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ: নিহত এক

সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ: নিহত এক

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে মুনজুন নাহার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মহিষকুড় গ্রামের আশরাফ সাহাজীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগরে উপজেলার গোডাউন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল আলিম নামে এক ব্যক্তি আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে । প্রত্যক্ষদর্শীরা জানান, নুরনগর থেকে যাত্রীবাহী মোটর সাইকেলটি শ্যামনগর আসার পথে বিপরীত দিক থেকে ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় । এঘটনায় মোটরসাইকেল চালকসহ ওই নারী ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন