হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 182 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে চন্দ্রশেখর সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান,শোভনালী বিলের নিজস্ব মাছের ঘেরে গতকাল রাত্রিযাপন করছিলেন শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার। সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যায় পরিবারের সদস্যরা। খোজা-খুঁজির এক পর্যায়ে ঘেরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনেরা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন