হোম ফিচার সাতক্ষীরায় দুটি ভ্যানের পাটাতনের নিচ থেকে ৩৯৯ বোতল ফেন্সিডিল জব্দ,  আটক-০২
 নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দুটি ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে কালিগঞ্জ ও দেবহাটার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, শহিদুল ইসলাম (৩০) ও আখের আলী গাজী (৪৭)। তারা উভয়ে কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।
র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় মাদক  ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় একটি ইঞ্জিন চালিত নসিমন ও অপরটি ব্যাটারী চালিত মোটর ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা যথাক্রমে ২০০ বোতল ও ১৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সাথে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত দুই মাদক ব্যবসায়ীকে কালিগঞ্জ ও দেবাহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন