হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):
সকল জল্পনা কল্পনার অবসান ঘাটিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ৪ শ্যামনগর কালিগঞ্জ (আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের এস,এম আতাউল হক দোলন ১৪০০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএন এম) এর প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ, এম গোলাম রেজা নোঙ্গর প্রতীকে ৪৮ হাজার ৯৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
শ্যামনগর কালিগঞ্জ (আংশিক) আসনের ২০টি ইউনিয়নের ১৪২ টি ভোট কেন্দ্রের ৯৭৮ টি ভোট কক্ষের নির্বাচনের ফলাফলের উপর বিষয়টি বেসরকারিভাবে নিশ্চিত হওয়া গেছে। ৭ জানুয়ারি রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম।
ভোট গ্রহণের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক টহলে থেকে নির্বাচনী তদারকি করেন।