হোম অন্যান্যলিড নিউজ সাতক্ষীরা জেলায় এবার এনজিও কর্মী করোনায় আক্রান্ত

সাতক্ষীরা জেলায় এবার এনজিও কর্মী করোনায় আক্রান্ত

কর্তৃক
০ মন্তব্য 694 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । আক্রান্ত যুবক পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের প্রভাষ সরকারে পুত্র সঞ্জয় সরকার (৩৯) সে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ঋষিল্পি তে কর্মরত রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজের পি সি আর ল্যাবে তিনজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সঞ্জয় সরকারের বর্তমানে বাড়িতে অবস্থান করছে বলে জানিয়েছে স্থানীয়রা ।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি ) জানিয়েছেন তালা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আসলে, আক্রান্তের বাড়িতে গিয়ে ওই বাড়িটি লক ডাউন করা হবে। এছাড়াও ওই পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানোর কথা রয়েছে।

এর আগে যশোর জেলার শার্শা উপজেলায় কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মাহমুদুর রহমান সুমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া ভাড়া বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তার শহরের ও গ্রামের বাড়ি লকডাউন করে রেখেছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন