হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা ঋশিল্পীসহ সাত বাড়ি লকডাউন

সাতক্ষীরা ঋশিল্পীসহ সাত বাড়ি লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 619 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার প্রথম COVID-19 Positive ( সাতক্ষীরা জেলা হতে নমুনা প্রেরণ বিবেচনায়) সঞ্জয় সরকার, ঋশিল্পী ইন্টারন্যাশনাল, গোপীনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরায় প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানা যায়।

এমতাবস্থায়, COVID-19 সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা অদ্য ০১.৫.২০২০ তারিখ পূর্বাহ্নে লকডাউন করা হয়। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় আনা হয়।

ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান ছাড়াও যে সকল ব্যক্তির বাসা লকডাউন করা হয় তারা হলেন-
দীপঙ্কর গোপীনাথপুর ,রোকনুজ্জামান উত্তর কাটিয়া,ইব্রাহিম চৌধুরী উত্তর কাটিয়া,দীপঙ্কর কুমার ঢালী রাজনগর, তারক মাস্টার রাজনগর, ইশরাত উত্তর কাটিয়াসহ মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব রক্ষা করা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন